Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বামনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

রবিবার, অক্টোবর ২২, ২০২৩

/ by DNN24LIVE

বামনা প্রতিনিধিঃ

বরগুনার বামনায় বরগুনা জেলার পুলিশ সুপার কতৃক বিভিন্ন পূজা মন্ডপে ডিউটি রত অফিসারদের ডিউটি তদারকি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পরিদর্শন করেন।

শারদীয় দূর্গাপূজা/২০২৩ উপলক্ষে গতকাল ২১ অক্টোবর ২৩ ইং তারিখ, আইন শৃঙ্খলা ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ফোর্সের ডিউটি তদারকী ও পূজা পন্ডপ সমূহের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম বরগুনা জেলার বামনা থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক , অতিরিক্ত পুলিশ সুপার(পাথরঘাটা সার্কেল), অফিসার ইনচার্জ, ও বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার, বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ছগির চৌধুরী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, শেক রাসেল শিশু কিশোর পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার সহ অতিথিবৃন্দ সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সভ্যতা বজায় রেখে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের বিষয় তাঁদের বক্তব্য তুলে ধরেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে থাকেন।

 

The post বামনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল Archives - কাঠালিয়া বার্তা https://ift.tt/6WbowBC
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam