Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

এক ঘন্টার চেয়ারম্যান হলো ইনসানা রহমান তাজ্জি

শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩

/ by DNN24LIVE

বামনা প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলার ২ নং বামনা সদর ইউনিয়ন পরিষদে ১ ঘন্টার জন্য প্রতীকি ইউপি চেয়ারম্যান হলেন ইনসানা রহমান তাজ্জি নামে এক স্কুল ছাত্রী। ইউনিয়নকে নারী বান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন প্রতীকি দায়িত্ব পাওয়া ওই ইউপি চেয়ারম্যান।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ছগিরের কাছ থেকে ১ ঘন্টার জন্য দায়িত্ব বুঝে নেন ঐ স্কুল ছাত্রী।
এ সময় উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফেরামের বামনা উপজেলা শাখার সভাপতি বামনা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ হাবিবুর রহমান, বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম সরোয়ার প্রমূখ।

জানা গেছে, প্রতীকি চেয়ারম্যান হওয়া স্কুল ছাত্রী ইনসানা রহমান তাজ্জি বামনা সদর সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীর ছাত্রী। বেসরকারী সংস্থা প্লান ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং সিপিডিপি, ওয়াই মুভস প্রজেক্ট এর আয়োজনে এ কার্যক্রম করা হয়।

 

The post এক ঘন্টার চেয়ারম্যান হলো ইনসানা রহমান তাজ্জি appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল Archives - কাঠালিয়া বার্তা https://ift.tt/yYNj90O
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam