Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

সরকারী কর্মচারীরা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশগ্রহণ

সোমবার, ডিসেম্বর ০৪, ২০২৩

/ by DNN24LIVE

বামনা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলার ৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে সরকারী দপ্তরে কর্মরত কর্মচারী ও সরকারী মাধ্যমিক বিদ্যালয় কর্মরত শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

অনেক স্কুলে সরকারী কর্মচারীদের স্বামীরাও অংশ গ্রহণ করছেন। বিদ্যালয় গুলো হল বামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্য আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর আমতলী সাইজদ্দীন হাওলাদার সরকারী প্রাথমিক বিদ্যালয়, রুহিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সফিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। বামনা উপজেলার সরকারী সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে সদস্য হিসেবে মনোনয়ন পেয়ে সরকারী কর্মচারী আচরণ বিধি মালা, ১৯৭৯ এর ৩ ধারার (১) ও (২) উপধারা এবং ২৫ ধারার (১), (২), (৩), (৫) ও (৬) উপধারা লঙ্ঘন করে তারা নির্বাচনে অংশ গ্রহণ করছেন। কিন্তু প্রাথমিক শিক্ষা বিভাগ নীরব।

এতে স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

The post সরকারী কর্মচারীরা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশগ্রহণ appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল Archives - কাঠালিয়া বার্তা https://ift.tt/5puEZzP
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam