পিরোজপুর: পিরোজপুরে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয়। তিনি পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কলিশাখালী এলাকার বাসিন্দা।
বুধবার
(১৪
জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়ে
তিনি
ছাত্রলীগ থেকে
আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেন
এবং
বিএনপির সঙ্গে
কাজ
করার
ঘোষণা
দেন।
হৃদয়
সাংবাদিকদের জানান,
২০১৬-১৭ সালে তাকে
জোরপূর্বক ছাত্রলীগ পিরোজপুর পৌর
শাখার
কমিটিতে সহসভাপতি করা
হয়
এবং
২০১৯-২০ সাল পর্যন্ত তিনি
ওই
সংগঠনের সঙ্গে
যুক্ত
ছিলেন।
এরপর
ছাত্রলীগের কোনো
কার্যক্রমে তিনি
সম্পৃক্ত ছিলেন
না
বলে
দাবি
করেন।
তিনি
আরও
বলেন,
তিনি
কোনো
মামলার
আসামি
নন
এবং
আওয়ামী
লীগের
কোনো
নেতার
সঙ্গে
তার
সরাসরি
সম্পৃক্ততা নেই।
পরিবারকে নানা
হয়রানির মুখে
পড়তে
হচ্ছে
বলেও
অভিযোগ
করেন
তিনি।
এদিকে
তার
বাবা
আব্দুল
হান্নান খান
জানান,
পরিবারটি জাতীয়তাবাদী চেতনায়
বিশ্বাসী এবং
হৃদয়
নিরাপদে রাজনৈতিক কার্যক্রম চালাতে
পারবেন—এমন পরিবেশ প্রত্যাশা করেন
তারা।
স্থানীয় রাজনৈতিক মহলের
মতে,
ছাত্রলীগ থেকে
বিএনপিতে যোগদানের এই
ঘটনা
পিরোজপুরের পৌর
রাজনীতিতে নতুন
আলোচনার জন্ম
দিয়েছে। বিএনপির স্থানীয় নেতারাও হৃদয়কে
দলে
স্বাগত
জানিয়ে
তার
সক্রিয়
ভূমিকার আশা
প্রকাশ
করেছেন।
