ঝালকাঠিতে স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা sss উদ্দোগে মহান বিজয় দিবস ও sss এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডিসেম্বর মাস ব্যাপী কোরোনা প্রতিরোধে মাস্ক বিতরণ চলছে।
স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা’র উদ্দোগে মাস ব্যাপী মাস্ক বিতরন
কোন মন্তব্য নেইশুক্রবার, ডিসেম্বর ১১, ২০২০
১১.১২.২০ঝালকাঠিতে স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা sss উদ্দোগে মহান বিজয় দিবস ও sss এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডিসেম্বর মাস ব্যাপী কোরোনা প্রতিরোধে মাস্ক বিতরণ চলছে।
সাড়া ফেলেছে ঝালকাঠির ই-কমার্স প্ল্যাটফর্ম ”দোকানদার ভাই”
কোন মন্তব্য নেইঝালকাঠি: করোনার কারণে অনলাইন বাজারগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এহেন অবস্থায় ঝালকাঠিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিশীল এবং ক্রেতাবান্ধব অনলাইন শপ হিসেবে বাজারে আসছে দোকানদার ভাই ব্লোগপোষ্ট ডটকম। সুলভ মূল্যে গ্রাহকের দরজায় স্বল্প সময়ে বাজারের উত্তম পণ্যটি পৌঁছে দিয়ে গ্রহীতাদের আস্থায় পরিণত হবার প্রত্যয় দোকানদার ভাই’র।
সম্প্রতি তাদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ই-কমার্স প্ল্যাটফর্মটির চলমান বাজারে অবিশ্বাস্য মূল্যে গ্রাহকের ঘরে যে কোন পন্য পৌঁছে দিচ্ছে।ঝালকাঠি সদরে অনলাইনে দোকাদার ভাই ওয়েবসাইটে https://dokandarbhai.blogspot.com/ ঢুকে খুব সহজেই অর্ডার করে যে কেউ গ্রহণ করতে পারে হোম ডেলিভারি সুবিধা। এছাড়াও চলমান সংকটে ক্রেতা-স্বার্থকে প্রাধান্যতা দিয়ে বিনা সার্ভিস চার্জেই ঝালকাঠি শহরে দোকাদার ভাই পৌঁছে দিবে পন্য।
দোকাদার ভাই ব্লোগপোস্ট ডটকমের চেয়ারম্যান মো: খাইরুল ইসলাম বলেন, 'সুলভ মূল্যে এবং সহজে নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশেই দোকাদার ভাই’র পথ চলা। ডিজিটাল সেবাপ্রদানকারী হিসেবে ঝালকাঠিতে নিরাপদ সেবা, আকর্ষণীয় অফারে বাজারের সেরা পণ্য দিয়ে গ্রাহক সেবাকে সুনিশ্চিত করতে চাই আমরা। দোকাদার ভাই সবসময় চেষ্টা করে যাচ্ছে গ্রাহকদের জীবনকে ডিজিটাল সেবার মাধ্যমে আরো উন্নত ও সহজ করে তোলার।
স্থানীয়ভাবে কৃষক থেকে পন্য সংগ্রহ করে বিক্রি শুরু করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তাই ক্রেতারা দোকাদার ভাই থেকে যেকোনো কৃষি পণ্য বাজার মূল্যের চেয়ে কমে এবং টাটকা পণ্য ক্রয় করার সুযোগ পাবে। তাছাড়াও পণ্য উৎপাদনকারী ও বিক্রেতারা সকল পণ্য দোকাদার ভাই থেকে সরবরাহ বা বিক্রি করার সুযোগ পাবে।
ক্রেতাদের তথ্য সুরক্ষিত রাখতে এবং নিরাপদে অনলাইন লেনদেন সম্পন্ন করতে বিকাশ মতো সুবিধাজনক পেমেন্ট সুবিধা থাকছে দোকাদার ভাই-এ। এছাড়াও থাকছে ক্যাশ-অন ডেলিভারি সুবিধাও। পণ্য নির্ভরযোগ্য বিতরণ ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেওয়া হবে ক্রেতার ঠিকানায়।
অসহায় মানুষের সেবায় ধানসিঁড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
কোন মন্তব্য নেই
“১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ধানসিঁড়ি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের দুঃস্থ অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য বিধিমেনে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন “ আলোকিত ধানসিঁড়ি’র”
ধানসিঁড়ি
ইউনিয়নে সকল মৃত ব্যক্তিকে
উৎস্বর্গ ও তাদের রুহের
মাগফেরাতের জন্য এমন উদ্যোগ গ্রহন করেছে বলে জানিয়েছে
স্বেচ্ছাসেবী মানবিক
সংগঠনটির নেতাকর্মীরা।
আগ্রহীরা
জেলার ডাঃ মানষ কৃষ্ণ কুন্ডু ও ডাঃ রিফাত
আহমেদ দুজন অভিজ্ঞ চিকিৎসকের ফ্রি সেবা নিতে নিচে
দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।
বুধবার
১৬ ই ডিসেম্বর) সকাল (১০ টা
থেকে দুপুর ১ টা)
পর্যন্ত আল মুত্তাকিন সমাজকল্যান ক্লাব ও পাঠাগার
(দেউলকাঠী বাজার সংলগ্ন)
সিরিয়ালের জন্য ০১৭১৩-০৩৪২৫৩ (মো: পারভেজ)
*ছত্রকান্দা
বাজার সংলগ্ন, মোস্তফাবাদ কাসেমিয়া দাখিল মাদ্রাসায় দুপুর
(২ টা থেকে বিকাল
৪ টা) পর্যন্ত, সিরিয়ালের
জন্য ০১৭১২-৭৮৪০৯৯
(মো: ফয়সাল সিকদার বাবু)
* বৈদারাপুর
সরকারী প্রাঃ বিদ্যালয়, সকাল
(১০ টা থেকে দুপুর
১২ টা) পর্যন্ত সিরিয়ালের
জন্য ০১৯১১-৪৫৩৩৭৩ (মো:
রুবেল রহমান মুন্না)
* গাবখান
ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, দুপুর (১২ টা
থেকে দুপুর ২ টা)
পর্যন্ত, সিরিয়ালের
জন্য ০১৭৪০-৯৬৯০৭০ (মো:
মাসুদ হোসেন)
* পূর্ব বিন্নাপাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়, বিকাল (২ টা থেকে বিকাল ৪ টা) পর্যন্ত, সিরিয়ালের জন্য ০১৭১৫-৮৬৬৯৫৫ (মো: জুবায়ের হোসেন শাহিন) যারা ডাক্তার দেখাতে ইচ্ছুক তাদেরকে স্বৰ কেন্দ্রের ব্যক্তিদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল
কোন মন্তব্য নেইবৃহস্পতিবার, ডিসেম্বর ১০, ২০২০
১০.১২.২০ঝালকাঠি: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংগার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১০ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা আওয়ামীলীগ অফিস প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগ প্রতিবাদ সভার আয়োজনে করে।
ভিডিও কনফারেন্সে প্রধার অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি নলছিটি ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম সভাপতিত্ব করেন।
এসময় জেলা আওয়ামীলীগের এডভোকেট খান সাইফলিাহ পনির, উপজেলা ও পৌর আ’লীগের সভাপতি সাধারন সম্পাদক সহ অঙ্গসংগঠেনর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গভা শেষে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা আওয়ামীলীগ অফিসে এসে শেষ হয় ।
ঝালকাঠিতে প্রতিবন্ধীদের মাঝে সহায়তা প্রদান
কোন মন্তব্য নেইঝালকাঠি: ঝালকাঠিতে করোনায় কর্মহীন প্রতিবন্ধীদের আয়বর্ধক কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ করেছে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা।
বৃহস্পতিবার দুপুরে শহরের ফকির বাড়ি এলাকায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রতিবন্ধীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
এ প্রকল্পের আওতায় পর্যায় ক্রমে স্থানীয় ১০০জন প্রতিবন্ধী ও তাদের পরিবারকে রিকশা, ভ্যান, গরু-ছাগল বিতরণ ও মালামালসহ দোকান ঘরও তুলে দেওয়া হবে। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার ও শহর সমাজসেবা কর্মকর্তা মো. জসীম উদ্দীন। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট রেজভী ৩দিনের রিমান্ডে
কোন মন্তব্য নেইমামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা সূত্রজানায়, গত ০৬ ডিসেম্বর আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. আসম মোস্তাফিজুর রহমান মনু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে নামধারী এক ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামীকরে মামলা (নং-৭) দায়েরকরে।
মামলায় সদও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীকে প্রত্যক্ষদর্শী, জেলা আইনজীবী সমিতির সদস্য এড.মীর রফিকুল ইসলাম আজম, এড. আবদুল আলিম, এড. মাহাবুব তালুকদার ও মওদুদ আহম্মেদ সহ কয়েকজনকে স্বাক্ষী করা হয়। পরের দিন ৭ ডিসেম্বর উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক হযরত আলী তদন্তকালে প্রধান সাক্ষী ইসরাত জাহান সোনালীর জবানবন্দী গ্রহনকালে সে আ’লীগনেতা রেজভীর নাম প্রকাশ করেন।
সূত্র আরো জানায়, তাৎক্ষনিকভাবে পুলিশ আ’লীগ নেতা রেজভীর খোজে নামলে সে ঢাকায় অবস্থান করছে জানতে পেরে তাকে মোবাইলে ফোন দিয়ে জরুরীভিত্তিতে ঝালকাঠি থানায় যোগাযোগ করতে বললে পরের দিন ৮ডিসেম্বর সকাল সে থানায় উপস্থিত হয়। সেখান থেকে রেজভীকে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে উর্ধতন কর্মকর্তাসহ ডিবি পুলিশ মহিলা ভাইস চেয়ারম্যান সোনালীর দেয়া তথ্য সম্পর্কে ও দায়েরকৃত মামলার বিষয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। এসময় তার মোবাইল ফোনও ফেসবুক আইডি তল্লাশী কওে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় সম্পৃক্ততা পেয়ে রাত সাড়ে ৯টায় থানায় সোপর্দ করা হয়। পরেদিন ৯ডিসেম্বর বুধবার বিকাল সোয়া ৩টায় মামলার তদন্তকারী কর্মকর্তা আ’লীগ নেতা রেজভীকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ডাবেদন জানিয়ে আদালতে সোপর্দ করলে বৃহস্পতিবার শুনানী শেষে এ আদেশ দেন।
উল্লেখ্য ঝালকাঠির রাজনৈতিক অভিভাবক, ১৪ দলের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) ও তার পরিবারের সদস্যকে জড়িয়ে অপপ্রচারের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও এড. মনু বাদী হয়ে জেলা ছাত্রলীগ যগ্মসম্পাদক শেখ রাব্বিসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী কওে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় দায়েরর পর সেদিনই ছাত্রলীগ নেতা শেখ রাব্বিকে গ্রেপ্তার ও তার মোবাইল, ল্যাপটপসহ ফেবুকআইডি ব্যাপক তল্লাশী করে উক্ত অপপ্রচার সংক্রান্ত কোন তথ্যপ্রমান না পাওয়ায় পুলিশ সাক্ষীদের জবানবন্দী গ্রহন শুরু করতেই ঘটনা নাটকীয় রুপ নেয়। তদন্তকালে আ’লীগ নেতা রেজভী ছাড়ার আরো কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীর নাম বেড়িয়ে আসায় শহরের পালবাড়ী এলাকার সুভাষ সিংহ রায় ও অনিক নামে দুই ছাত্রলীগ নেতাকে পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেন। এছাড়াও আরোএকাধিক ছাত্রলীগ নেতাকেও আটক কওে জিজ্ঞাসাবাদ করা হতে পাওে বলে দন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক হযরত আলী জানান।
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের মনোনয়ন পেতে শেখ রাব্বীকে জড়িয়ে ষড়যন্ত্রকারীরা এ ডিজিটাল অপরাধের আশ্রয়নিলেও আ’লীগ নেতা রেজভীকে গ্রেপ্তারের পর জনসমক্ষে থলের বেড়াল বেড়িয়ে আসতে শুরুকওে বলে নির্ভরযোগ্য সূত্রে জানায়।
ঝালকাঠিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ ডিসেম্বর
কোন মন্তব্য নেইঝালকাঠি: ঝালকাঠিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে ১২ ডিসেম্বর চলবে ২৪ জানুয়ারী পর্যন্ত।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সাকাল ১১ টায় ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মো: আবুয়াল হাসান।
কনফারেন্সে বলা হয়, হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন চলাকালে জেলায় ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ১ লাখ ৪৭ হাজার শিশুকে ১ ডোজ এমআর টিকা দেওয়া হবে। চলমান করোনা মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলি যথাযথ প্রতিপালন সাপেক্ষে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।
ক্যাম্পেইন ৩ সপ্তাহের পরিবর্তে ৬ সপ্তাহব্যাপি পরিচালিত হবে। এবার শিক্ষা প্রতিষ্ঠানে হবে না এবং ক্যাম্পেইন কমিউনিটি টিকাদান কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। তবে টিকাদানকারী শেষ টিকা দেয়ার পর আরও একঘন্টা পর্যন্ত কেন্দ্রে অবশ্যই অপেক্ষা করবে।
টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে টিকাদান কর্মসূচির মুল উদ্দেশ্য ।