Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

অসহায় মানুষের সেবায় ধানসিঁড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

শুক্রবার, ডিসেম্বর ১১, ২০২০

/ by DNN24LIVE

 


১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ধানসিঁড়ি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের দুঃস্থ অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য বিধিমেনে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনআলোকিত ধানসিঁড়ি’র

ধানসিঁড়ি ইউনিয়নে সকল মৃত ব্যক্তিকে উৎস্বর্গ ও তাদের রুহের মাগফেরাতের জন্য এমন উদ্যোগ গ্রহন করেছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনটির নেতাকর্মীরা।

আগ্রহীরা জেলার ডাঃ মানষ কৃষ্ণ কুন্ডু ও ডাঃ রিফাত আহমেদ দুজন অভিজ্ঞ চিকিৎসকের ফ্রি সেবা নিতে নিচে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।

বুধবার ১৬ ডিসেম্বর) সকাল (১০ টা থেকে দুপুর টা) পর্যন্ত আল মুত্তাকিন সমাজকল্যান ক্লাব পাঠাগার (দেউলকাঠী বাজার সংলগ্ন) সিরিয়ালের জন্য ০১৭১৩-০৩৪২৫৩ (মো: পারভেজ)

*ছত্রকান্দা বাজার সংলগ্ন, মোস্তফাবাদ কাসেমিয়া দাখিল মাদ্রাসায় দুপুর ( টা থেকে বিকাল টা) পর্যন্ত, সিরিয়ালের জন্য  ০১৭১২-৭৮৪০৯৯ (মো: ফয়সাল সিকদার বাবু)

* বৈদারাপুর সরকারী প্রাঃ বিদ্যালয়, সকাল (১০ টা থেকে দুপুর ১২ টা) পর্যন্ত সিরিয়ালের জন্য ০১৯১১-৪৫৩৩৭৩ (মো: রুবেল রহমান মুন্না)

* গাবখান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, দুপুর (১২ টা থেকে দুপুর টা) পর্যন্ত, সিরিয়ালের জন্য ০১৭৪০-৯৬৯০৭০ (মো: মাসুদ হোসেন)

* পূর্ব বিন্নাপাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়, বিকাল ( টা থেকে বিকাল টা) পর্যন্ত, সিরিয়ালের জন্য ০১৭১৫-৮৬৬৯৫৫ (মো: জুবায়ের হোসেন শাহিন) যারা ডাক্তার দেখাতে ইচ্ছুক তাদেরকে স্বৰ কেন্দ্রের ব্যক্তিদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam