Responsive Ad Slot

Weather - Tutiempo.net
District লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
District লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দাখিল পরীক্ষায় মাদরাসা শিক্ষাবোর্ডে দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা, আনন্দের জোয়ার!

কোন মন্তব্য নেই

শুক্রবার, জুলাই ১১, ২০২৫


দাখিল
পরীক্ষায় মাদরাসা শিক্ষাবোর্ডে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা। এবারের দাখিল পরীক্ষায় মাদরাসা থেকে ৪২৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২২৭ জন জিপিএ- অর্জন করেছেন। আর মাদরাসাটি এবছর শতভাগ পাসের হারে দেশসেরা স্থান দখল করেছে।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদের প্রতিষ্ঠিত এই মাদরাসা থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা ৫৪% জিপিএ- এবং ৯৯.৭৭% পাসের হার নিয়ে সাফল্যের নতুন ইতিহাস গড়েছে। তিনি বলেন, “ সাফল্য শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল।

এদিকে অন্যান্য মাদরাসা স্কুলের ফলাফলও আনন্দের খবর বয়ে এনেছে ঝালকাঠিবাসীর জন্য।
দারুন্নাজাত আলিয়া মাদরাসায় পাসের হার ৯৬%, তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় ৯৭%, শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন পাস করেছেন, জিপিএ- পেয়েছেন জন।

কুতুবনগর আলিম মাদরাসার ৩৮ জনের মধ্যে ৩৪ জন পাস করেছেন, জিপিএ- পেয়েছেন জন। উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১ জন পাস করেছেন।

এছাড়া ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ২২২ জনের মধ্যে ২১২ জন পাস করেছেন, ৫৪ জন জিপিএ- পেয়েছেন। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জনের মধ্যে ২১২ জন পাস করেছেন আর জিপিএ- অর্জন করেছেন ৫৮ জন শিক্ষার্থী।

ঝালকাঠির শিক্ষাপ্রেমী মানুষজন আশা করছেন, এই ধারাবাহিক সাফল্য নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে এবং শিক্ষার শহর হিসেবে ঝালকাঠির সুনাম আরও সমৃদ্ধ করবে। শিক্ষার্থীদের এই অর্জন আগামী দিনগুলোতে দেশ গড়ার পথে তাদের দৃঢ় ভিত্তি হয়ে থাকুক কামনা সকলের।

টেনিস কোর্টে ঝালকাঠির দুই রানীর জয়জয়কার

কোন মন্তব্য নেই


ঝালকাঠি: বাংলাদেশের টেনিস অঙ্গনে নতুন আশার আলো হয়ে উঠছে ঝালকাঠির দুই টেনিস কন্যা সুস্মিতা সেন সুমাইয়া আক্তার। সম্প্রতি অনুষ্ঠিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক টেনিস টুর্নামেন্টে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেশের টেনিসে নতুন দিগন্তের সূচনা করেছে।

গত জুলাই বাংলাদেশ টেনিস ফেডারেশন ময়মনসিংহ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে মেয়েদের দ্বৈত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সুস্মিতা সেন সুমাইয়া আক্তার। এছাড়া একক ইভেন্টে সুমাইয়া আক্তার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তাদের কোচ হিসেবে সাথে ছিলেন জাহাঙ্গীর হোসেন বাবুল।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান দুই টেনিস তারকার সাথে সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় করেন। জেলা প্রশাসক তাদের সাফল্যের জন্য শুভকামনা জানান এবং দেশের জন্য আরও সাফল্য বয়ে আনার আহ্বান জানান।

পাকিস্তানে অনুষ্ঠিতব্য আগামী এস গেমসে বাংলাদেশের পক্ষে অংশ নেবেন সুস্মিতা সেন সুমাইয়া আক্তার। ইতিমধ্যেই তারা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের এই অর্জন শুধু ঝালকাঠি নয়, বরং পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

টেনিস কোচ জাহাঙ্গীর হোসেন বাবুল জানিয়েছেন, এই দুই টেনিস কন্যা নিয়মিত অনুশীলন কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের টেনিস অঙ্গনকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তিনি দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া শুভকামনা কামনা করেন।

ঝালকাঠির এই দুই টেনিস তারকার সাফল্যে জেলার ক্রীড়ামোদী মানুষ শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য তারা অনুপ্রেরণার নাম হয়ে উঠছে। এই দুই টেনিস রানীর হাত ধরেই বাংলাদেশের টেনিস অঙ্গন আরও সমৃদ্ধ হবে প্রত্যাশা সকলের।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam