Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বাস মালিক ও মাহেন্দ্রা চালকদের ঘষাঘসিতে চ্যাপ্টা যাত্রী, দন্ধে বন্ধ ঝালক...

বুধবার, ডিসেম্বর ০২, ২০২০

/ by DNN24LIVE

বাস মালিক ও মাহেন্দ্রা চালকদের ঘসাঘসিতে চ্যাপ্টা যাত্রী, দন্ধে বন্ধ ঝালকাঠির ১০ রুট
মারধরের প্রতিবাদে বছরে একাদিক বার যাত্রী হয়রানি অভিযোগ

মো: খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: বাস মালিক ও মাহেন্দ্রা চালকদের দন্ধে বন্ধ বরিশাল ও খুলনা অঞ্চলিক মহাসড়কসহ ঝালকাঠির ১০ রুটের গাড়ি চলাচল। দুপক্ষের মারধরের প্রতিবাদে বছরে একাদিক বার যাত্রী হয়রানির যাত্রীদের।

ঝালকাঠি-বরিশালসহ ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। মাহেন্দ্রা গাড়ি চালক কর্তৃক বাস মালিককে মারধরের প্রতিবাদে বুধবার সকাল ১০টা থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ ঘোষণায় ভোগান্তিতে পড়েছেন এ রুটে যাতায়াতকারী যাত্রীরা।

সারেজমিনে জানাযায়, বুধবার সকাল ৯টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুল আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি চলাচলে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাহিন্দ্রা চালকরা তাকে মারধর করে। 
এ ঘটনার প্রতিবাদে ঝালকাঠি বাসটার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের কাছে আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি বন্ধের দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি-বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পাথরঘাটা, ভান্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া ও আমুয়াসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে ঝালকাঠি থেকে বরিশালের উদ্দেশে রওনা হওয়া যাত্রীরা বলেন, দুপক্ষের রোড ভাগাভাগি হাঙ্গামা মারধরের প্রতিবাদে বছরে একাদিক বার আমরা হয়রানির শিকার হচ্ছি। আজকে ‘বাস চলাচল বন্ধের কারণে আমরা ভোগান্তিতে পড়েছি। এখন বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বিকল্প পরিবহনে বরিশালে যেতে হবে।’

ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, ঝালকাঠি-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ছত্রকান্দা এলাকায় মালিক সমিতি চেকপোস্ট চলাকালিন নিষিদ্ধ থ্রিহুইলার মাহিন্দ্রা গাড়ি চালকারা বাস মালিক গোলাম রসুলকে মারধর করে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি-বরিশাল, খুলনাসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এর বিচার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam