মো: খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: জীবনযুদ্ধে হার না মানা ঝালকাঠির পুটিয়াখালীর বিধবা পঙ্গু শাহাবানু। স্থানীয় গণমাধ্যমে তার সংগ্রামী জীবনের খবর প্রচার হলে সবার নজর পরে তার দিকে। ঝালকাঠির জেলা প্রশাসকের নির্দেশনায় রাজাপুরের ইউএনও মো. সোহাগ হাওলাদার সহয়তায় শাহাবানু সংগ্রামী জীবনে সচ্ছলতার চাকাঘোরে। এরপর নজরে পরে নাভানা গ্রুপ কর্তৃপক্ষের। পরে ইউএনও’র সাথে যোগাযোগ করে গতকাল বুধবার নাভানা গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আফজাল নাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা থেকে সাহায্যে নিয়ে এগিয়ে আসেন বিধবা পঙ্গু শাহাবানুর বাড়িতে। এককালীন নগদ অর্থ তুলে দেওয়াসহ শাহাবানুর আমৃত্যু চিকিৎসা সহ খাদ্য বস্ত্র সহায়তার প্রতিশ্রæতি দেন প্রতিনিধিদল।
ইতিমধ্যে রাজাপুর উপজেলা প্রশাসন পুটিয়াখালী গ্রামের শাহাবানুর বাড়ীতে গিয়ে তার হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন এবং প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় দেয়া হয় নতুন পাকা ঘর। বিদ্যুৎ সংযোগে এখন আলোকিত শাহাবানুর পাকা ঘর।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, ইউএনও মো. সোহাগ হাওলাদার, মহিলা ভাইস চেয়্যারম্যান আফরোজা আক্তার লাইজু, ইউপি চেয়ারম্যান মজিবুল হক কামালসহ স্থানীয় নাভানা গ্রæপের প্রতিনিধিদের সাথে উপস্থিত ছিলেন।
নাভানা গ্রæপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আফজাল নাজিম জানান, শাহাবানুর সংগ্রামী জীবনের কথা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরে নাভানা গ্রæপের পক্ষ থেকে তাকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করি। স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় দ্রæত পদক্ষেপ নেই। শাহাবানু যতদিন বেঁচে থাকবেন, নাভানা গ্রæপ তার সমস্ত ব্যয়ভার বহন করবে।
