ঝালকাঠিতে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শোক আর শ্রদ্ধায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস।
এ উপলক্ষে সোমবাস সকালে শহরের পৌর খেয়াঘাট সংলগ্ন বদ্ধভূমিতে ঝালকাঠি সম্মিলিত সাংস্কৃতিক জোট আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সাংস্কৃতিক জোটের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, লেখক-সাংবাদিক পলাশ রায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠনক গোলাম সাঈদ খান, সাংস্কৃতিক সংগঠক সৈয়দা মাহফুজা মিষ্টি, বধ্যভূমি সংরক্ষণ কমিটির সভাপতি হাসান মাহমুদ প্রমুখ। পরে মুক্তিযুদ্ধের বুদ্ধিজীবী ও বীর শহিদ স্মরণে সাংস্কৃতিক জোটের শিল্পিরা সংগীত পরিবেশন করেন।
এদিকে দিবসটি উপলক্ষে সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী এতে সভাপতিত্বে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।
