পাকিস্তানের মানচিত্র থেকে পূর্ব পাকিস্তানের অদৃশ্য হয়ে যাওয়ার কারণ শাসকদের প্রতি জনগণের বিতৃষ্ণা। ইসলামাবাদের কাছে কেবল অবহেলাই পেয়েছে দেশটির পূর্ব অংশের জনগণ। যদিও তারা বেশিরভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করতো, তবুও কেন্দ্রিয় সরকার তাদের শিল্পের উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত করেছে যা পশ্চিম অংশের সঙ্গে তাদের পার্থক্য তৈরি করে।
ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের মাধ্যমে দেশটির পূর্ব অংশের জনগণের আলাদা হওয়ার আকাঙ্খা পূরণ হয়েছে। আর এই পরাজয়ের মধ্যদিয়ে একটি নতুন জাতি হিসেবে জন্ম হলো বাংলাদেশের।
যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশ পুননির্মাণে বাংলাদেশের পঁচাত্তর মিলিয়ন জনগণের জন্য আর্থিক সহায়তা প্রয়োজন। আমরা মুসলিম দেশগুলোকে আহ্বান জানাচ্ছি নতুন জন্ম নেয়া বাংলাদেশকে সহায়তা করতে। নিজ দেশে তারা যেন সুখি ও সমৃদ্ধশালী জীবনযাপন করতে পারে সে ব্যাপারে তাদের আশ্বস্ত করা উচিত।
লেখাটি ইউটুসান মালয়েশিয়া পত্রিকায় ১৯৭১ সালের ২০ ডিসেম্বর প্রকাশিত হয়। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, চতুর্থ খন্ড থেকে সংগৃহীত।