যুবকদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে সচেতনতার মাধ্যমে সমাজের পরিবর্তন করা যায়। যুব সমাজকে মানুষ ও দেশের কল্যাণে ইতিবাচক বিষয়ে কাজে নিয়োজিত হতে হবে। সবাই মিলে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সকল প্রযুক্তির বিষয়গুলোতেও নেগেটিভ এবং পজিটিভ দুটো বিষয় থাকে। সেই প্রযুক্তিকে পজিটিভ (ইতিবাচক) কাজে লাগাতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার করলে দেশকে আরো উন্নয়নের শিখরে পৌছানো সম্ভব হবে। যুব সমাজই আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার করলে নিজেকে স্বাবলম্বী এবং দেশের অগ্রগতি সাধন করা সম্ভব হবে।
বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন উদযাপনে উপলক্ষে ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের
আয়োজনে ৩দিন ব্যাপী সামাজিক সচেতনতামূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক
মো. জোহর আলী এসব কথা বলেন।
সোমবার
সকালে জেলা যুব উন্নয়ন কার্যালয়ে উপপরিচালক মিজানুর রহমান'র সভাপতিত্বে বক্তৃতা করেন,
ডেপুটি কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আলামিন মুকুল, সহকারী পরিচালক মহসিন মিয়া, সিভিল সার্জন
প্রতিনিধি ডা. মাসউদুল হাসান, প্রশিক্ষণার্থী মাহমুদুল হক।
