ঝালকাঠিতে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পিইডিপি-৪ সাব কম্পোনেন্ট ২.৫ এর আওতায় ‘আউট অব স্কুল চিলল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম’ এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার
দিনব্যাপী এ কর্মশালা ঝালকাঠি
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে
কর্মশালার উদ্বোধন করেন জেলা মো.
জোহর আলী।
কর্মশালায়
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি জেলা
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী
পরিচালক সুবিমল চন্দ্র হালদার।
আলোচনায়
অংশ নেয় প্রেসক্লাব সভাপতি
চিত্ত রঞ্জন দত্ত, সহযোগী
অধ্যাপক ড. শামীম আহসান,
মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ
হোসেন, লেখক পলাশ রায়,
ভোস্টের প্রোগ্রাম প্রধান মেহেদী হাসান
প্রমুখ।
৮ থেকে ১৪ বছরের ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য এই অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়।