Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

শুক্রবার, ডিসেম্বর ০৪, ২০২০

/ by DNN24LIVE


খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান অবমাননাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি পৌরসভার সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকি দেওয়ার মত ধৃষ্টতা যে মৌলবাদীরা দেখিয়েছে তাদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। কোনো অবস্থাতেই দেশকে পাকিস্তান, আফগানিস্থানে পরিণত করতে দেওয়া হবে না। মানববন্ধন থেকে ঐক্যবদ্ধভাবে ‘পাকিস্তানের এই প্রেতাত্মাতের’ প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানানো হয়।

মানববন্ধনে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম এর সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির।


Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam