করোনা থেকে মুক্তি পেলেন ঝালকাঠির সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান। তিনি দীর্ঘ ২৬ দিন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা শেষে করোনা নেগেটিভ হয়ে গতকাল বাসায় ফিরেছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
মাহমুদ হাসান বতর্মানে বাংলাদেম পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট'র এ্যডিশনাল এসপি হিসেবে কর্মরত আছেন।
সম্প্রতি তিনি করোনাকে জয় করে বাসায় ফিরে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে একটি পোষ্ট দিয়েছেন, তাতে তিনি উল্লেখ করেছেন তিনি এখন সুস্থ আছেন, সবার কাছে দোয়া চেয়েছেন। পোষ্টটি হুবহু তুলেদরা হল।
আলহামদুলিল্লাহ্।
কোভিড-১৯ (করোনা) আক্রান্ত হয়ে
দীর্ঘ
২৬
দিন
কেন্দ্রীয় পুলিশ
হাসপাতালে ভর্তি
ছিলাম
(এর
মধ্যে
টানা
১০
দিন
৯২%
অক্সিজেন সাপোর্ট নিয়ে
High flow তে
ছিলাম)। নেগেটিভ হয়ে
আজ
বাসায়
ফিরলাম। বাসায়
ফিরেও
সম্পূর্ণ আইসোলেশনে আছি।
আমি
অসুস্থ
থাকাকালীন আপনারা
আমার
জন্য
যে
পরিমানে দোয়া
করেছেন..
আমি
চিরকৃতজ্ঞ ও
চিরঋণী। ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের এমন
স্নেহ,
ভালোবাসা ও
দোয়া
নিয়ে
মানুষের কল্যাণে আমৃত্যু কাজ
করে
যেতে
চাই,
ইনশাআল্লাহ্।