Responsive Ad Slot

Weather - Tutiempo.net
স্বাস্থ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বাস্থ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অসহায় মানুষের সেবায় ধানসিঁড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

কোন মন্তব্য নেই

শুক্রবার, ডিসেম্বর ১১, ২০২০

 


১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ধানসিঁড়ি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের দুঃস্থ অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য বিধিমেনে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনআলোকিত ধানসিঁড়ি’র

ধানসিঁড়ি ইউনিয়নে সকল মৃত ব্যক্তিকে উৎস্বর্গ ও তাদের রুহের মাগফেরাতের জন্য এমন উদ্যোগ গ্রহন করেছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনটির নেতাকর্মীরা।

আগ্রহীরা জেলার ডাঃ মানষ কৃষ্ণ কুন্ডু ও ডাঃ রিফাত আহমেদ দুজন অভিজ্ঞ চিকিৎসকের ফ্রি সেবা নিতে নিচে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।

বুধবার ১৬ ডিসেম্বর) সকাল (১০ টা থেকে দুপুর টা) পর্যন্ত আল মুত্তাকিন সমাজকল্যান ক্লাব পাঠাগার (দেউলকাঠী বাজার সংলগ্ন) সিরিয়ালের জন্য ০১৭১৩-০৩৪২৫৩ (মো: পারভেজ)

*ছত্রকান্দা বাজার সংলগ্ন, মোস্তফাবাদ কাসেমিয়া দাখিল মাদ্রাসায় দুপুর ( টা থেকে বিকাল টা) পর্যন্ত, সিরিয়ালের জন্য  ০১৭১২-৭৮৪০৯৯ (মো: ফয়সাল সিকদার বাবু)

* বৈদারাপুর সরকারী প্রাঃ বিদ্যালয়, সকাল (১০ টা থেকে দুপুর ১২ টা) পর্যন্ত সিরিয়ালের জন্য ০১৯১১-৪৫৩৩৭৩ (মো: রুবেল রহমান মুন্না)

* গাবখান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, দুপুর (১২ টা থেকে দুপুর টা) পর্যন্ত, সিরিয়ালের জন্য ০১৭৪০-৯৬৯০৭০ (মো: মাসুদ হোসেন)

* পূর্ব বিন্নাপাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়, বিকাল ( টা থেকে বিকাল টা) পর্যন্ত, সিরিয়ালের জন্য ০১৭১৫-৮৬৬৯৫৫ (মো: জুবায়ের হোসেন শাহিন) যারা ডাক্তার দেখাতে ইচ্ছুক তাদেরকে স্বৰ কেন্দ্রের ব্যক্তিদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

ঝালকাঠিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ ডিসেম্বর

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, ডিসেম্বর ১০, ২০২০


ঝালকাঠি: ঝালকাঠিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে ১২ ডিসেম্বর চলবে ২৪ জানুয়ারী পর্যন্ত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সাকাল ১১ টায় ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মো: আবুয়াল হাসান।

কনফারেন্সে বলা হয়, হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন চলাকালে জেলায় ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ১ লাখ ৪৭ হাজার শিশুকে ১ ডোজ এমআর টিকা দেওয়া হবে। চলমান করোনা মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলি যথাযথ প্রতিপালন সাপেক্ষে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।

ক্যাম্পেইন ৩ সপ্তাহের পরিবর্তে ৬ সপ্তাহব্যাপি পরিচালিত হবে। এবার শিক্ষা প্রতিষ্ঠানে হবে না এবং ক্যাম্পেইন কমিউনিটি টিকাদান কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। তবে টিকাদানকারী শেষ টিকা দেয়ার পর আরও একঘন্টা পর্যন্ত কেন্দ্রে অবশ্যই অপেক্ষা করবে। 

টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে টিকাদান কর্মসূচির মুল উদ্দেশ্য ।

করোনাকে জয় করে বাসায় মাহমুদ হাসান, দোয়া কামনা

কোন মন্তব্য নেই


করোনা থেকে মুক্তি পেলেন ঝালকাঠির সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান। তিনি দীর্ঘ ২৬ দিন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা শেষে করোনা নেগেটিভ হয়ে গতকাল বাসায় ফিরেছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন

মাহমুদ হাসান বতর্মানে বাংলাদেম পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট' এ্যডিশনাল এসপি হিসেবে কর্মরত আছেন

সম্প্রতি তিনি করোনাকে জয় করে বাসায় ফিরে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে একটি পোষ্ট দিয়েছেন, তাতে তিনি উল্লেখ করেছেন তিনি এখন সুস্থ আছেন, সবার কাছে দোয়া চেয়েছেন। পোষ্টটি হুবহু তুলেদরা হল

আলহামদুলিল্লাহ্। 

কোভিড-১৯ (করোনা) আক্রান্ত হয়ে দীর্ঘ ২৬ দিন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলাম (এর মধ্যে টানা ১০ দিন ৯২% অক্সিজেন সাপোর্ট নিয়ে High flow তে ছিলাম) নেগেটিভ হয়ে আজ বাসায় ফিরলাম। বাসায় ফিরেও সম্পূর্ণ আইসোলেশনে আছি। আমি অসুস্থ থাকাকালীন আপনারা আমার জন্য যে পরিমানে দোয়া করেছেন.. আমি চিরকৃতজ্ঞ চিরঋণী। ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের এমন স্নেহ, ভালোবাসা দোয়া নিয়ে মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ্

 

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam