“১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ধানসিঁড়ি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের দুঃস্থ অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য বিধিমেনে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন “ আলোকিত ধানসিঁড়ি’র”
ধানসিঁড়ি
ইউনিয়নে সকল মৃত ব্যক্তিকে
উৎস্বর্গ ও তাদের রুহের
মাগফেরাতের জন্য এমন উদ্যোগ গ্রহন করেছে বলে জানিয়েছে
স্বেচ্ছাসেবী মানবিক
সংগঠনটির নেতাকর্মীরা।
আগ্রহীরা
জেলার ডাঃ মানষ কৃষ্ণ কুন্ডু ও ডাঃ রিফাত
আহমেদ দুজন অভিজ্ঞ চিকিৎসকের ফ্রি সেবা নিতে নিচে
দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।
বুধবার
১৬ ই ডিসেম্বর) সকাল (১০ টা
থেকে দুপুর ১ টা)
পর্যন্ত আল মুত্তাকিন সমাজকল্যান ক্লাব ও পাঠাগার
(দেউলকাঠী বাজার সংলগ্ন)
সিরিয়ালের জন্য ০১৭১৩-০৩৪২৫৩ (মো: পারভেজ)
*ছত্রকান্দা
বাজার সংলগ্ন, মোস্তফাবাদ কাসেমিয়া দাখিল মাদ্রাসায় দুপুর
(২ টা থেকে বিকাল
৪ টা) পর্যন্ত, সিরিয়ালের
জন্য ০১৭১২-৭৮৪০৯৯
(মো: ফয়সাল সিকদার বাবু)
* বৈদারাপুর
সরকারী প্রাঃ বিদ্যালয়, সকাল
(১০ টা থেকে দুপুর
১২ টা) পর্যন্ত সিরিয়ালের
জন্য ০১৯১১-৪৫৩৩৭৩ (মো:
রুবেল রহমান মুন্না)
* গাবখান
ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, দুপুর (১২ টা
থেকে দুপুর ২ টা)
পর্যন্ত, সিরিয়ালের
জন্য ০১৭৪০-৯৬৯০৭০ (মো:
মাসুদ হোসেন)
* পূর্ব বিন্নাপাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়, বিকাল (২ টা থেকে বিকাল ৪ টা) পর্যন্ত, সিরিয়ালের জন্য ০১৭১৫-৮৬৬৯৫৫ (মো: জুবায়ের হোসেন শাহিন) যারা ডাক্তার দেখাতে ইচ্ছুক তাদেরকে স্বৰ কেন্দ্রের ব্যক্তিদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।