Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

জেলা আওয়ামী লীগে যোগদান করলেন নলছিটির পারভেজ

সোমবার, ডিসেম্বর ০৭, ২০২০

/ by DNN24LIVE


ঝালকাঠিতে শতাধিক নেতাকর্মী নিয়ে উদীয়মান সমাজ কর্মী পারভেজ মল্লিক আওয়ামী লীগে যোগদান করেছেন

রবিবার বেলা ১২টার সময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের হাতে ফুলের তোরা দিয়ে যোগদান করে

পারভেজ নলছিটি উপজেলার ভৈরব-পাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের মরহুম হারুন মল্লিকের ছেলে

উল্লেখ্য পারভেজ মল্লিক বিগত দিন থেকে আওয়ামী  লীগের সমর্থক থাকলেও দলীয় কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করার লক্ষ্যে স্থানীয় শতাধিক নেতা কর্মীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করেন

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিল, জেলা .লীগ সদস্য লস্কর আশিকুর রহমান দীপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. নুরুজ্জামান সেলিম, জেলা যুবলীগ নেতা কাওসার হোসেন মায়েজ, মনিরুল ইসলাম রুপম, মোস্তাফিজুর রহমান রিংকু, মোঃ বাদল হোসেন, কাজী মারুফ ইরানসহ স্থানীয় নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam