Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

আগুনে পুড়ে ছাই পোনাবালিয়ার অসহায় বৃদ্ধ দম্পতির শেষ আশ্রয়!

সোমবার, ডিসেম্বর ২৮, ২০২০

/ by DNN24LIVE


ঝালকাঠির শহীদ পরিবারের সদস্য এক অসহায় বৃদ্ধ দম্পতির বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে

শনিবার সকাল ৯টা দিকে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের সম্ভু দাস (৮০) নামের ওই বৃদ্ধের শেষ আশ্রয়টুকো লেলিহান আগুনে সম্পূর্ণ পড়ে যায়

বৃদ্ধ সম্ভু দাস এবং এলাকাবাসী জানান, সকালে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেপরে তা ছড়িয়ে গেলে পুরো বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায় প্রায় দুই ঘন্টা চেষ্টায় এলাকাবাসী আগুন নিভিয়ে ফেললেও শেষ রক্ষা হয়নি

বৃদ্ধ সম্ভু দাস জানান, খুলনা সিটি কর্পোরেশনে চাকরি থেকে অনেক বছর আগে অবসর গ্রহণ করেন এরপর বৃদ্ধ স্ত্রী সোভা রানী দাসকে নিয়ে গ্রামের বাড়িতে অভাব অনাটনে বসবাস করছিলেন ছেলেরা কর্মসংস্থানে অন্য জেলায় থাকছেন আগুনে তাদের পরনের পোশাক ছাড়া মালামালসহ পুরো বসত ঘরটি পুড়ে গেছে মহান মুক্তিযুদ্ধেও তার পরিবার ক্ষতিগ্রস্থ হয়

বৃদ্ধ সম্ভু দাস জানান, একাত্তরের স্থানীয় রাজাকাররা তাদের ঐতিহ্যবাহী বাড়িতে লুটপাট করে কাকা জোগেশ চন্দ্র দাস মেঝ ভাই প্রশান্ত চন্দ্র দাসকে স্থানীয় রাজাকাররা ধরে নিয়ে পৌর খেয়াঘাট বধ্যভূতিতে নির্মমভাবে হত্যা করেছিল

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam