রাজাপুর জুয়ার আসরে আভিযান চালিয়েছে উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও নিবার্হী কর্মকর্তা মো: মোক্তার হোসেন।
বৃহস্পতিবার দুপুর
১টায় উপজেলার চারাখালী এলাকার জৈনক হাবিবুর রহমানের ঘরেগোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান
পরিচালনা করে উপজেলা প্রশাসন।
তবে অভিযানের
উপস্থিতি টের পেয়ে জুয়ারীরা পালিয়ে গেলেও জুয়া খেলার সহযোগীতার দায়ে বংগীয় প্রকাশ্যে
জুয়া আইন ১৮৬৭ এর তিন ধারা অনুযায়ী লুৎফা বেগম নামে এক নারীকে অর্থদন্ড করা হয়।
অভিযানে রাজাপুর
থানা পুলিশের এএসআই বদিউজ্জামান অংশ নেয়।