Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ডিসির কম্বল পেয়ে বেদে সরদারের কৃতজ্ঞতা

মঙ্গলবার, ডিসেম্বর ২২, ২০২০

/ by DNN24LIVE


ঝালকাঠিতে কনকনে শীতের রাত, ঘড়ির কাঁটায় তখন ৯টা পেরিয়েছে হিম শীতল বাতাস জেলা জুরে তাপমাত্রা ১২ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে তখন প্রাণ জবুথবু সারাদিনের কাজের ক্লান্তির পর খোলা আকাশের নিচে পলিথিন দিয়ে মোড়ানো ঘরে কোনো মতে ঘুমিয়ে পড়েছেন বেদে সম্প্রদায়ের পরিবারগুলো

প্রচণ্ড শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য ন্যুনতম শীতবস্ত্র নেই তাদেরএমন সময় হঠাৎ বেদে পল্লীদের দরজায় কড়া নাড়িয়ে একজন বললেন ডিসি স্যার আপনাদের জন্য কম্বল নিয়ে এসেছেন

কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার দিবাগত রাতে ঝালকাঠি সদর উপজেলার ইকোপার্কের বেদে সম্প্রদায়ের কষ্ট দেখতে বেরহন জেলা প্রশাসক মো: জোহর আলী 

সময় তিনি উপজেলার কলেজমোড় এলাকা ও ইকোপার্কে থাকা ভাসোমান অসহায় দুঃস্থ বেদে, রিক্সা চালক, রাস্তার মানষিক ভারসম্যহীন শীতার্ত অর্ধশত পরিবারকে কম্বল দেন

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই কম্বলগুলো বরাদ্দ দেয়া হয়েছেএনডিসি আহম্মেদ হাসান কম্বল বিতারনের সময় উপস্থিত ছিলেন

ইকোপার্কে থাকা বেদে সরদার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কদিনের হাড় কাপানো শীত এর সাথে বাতাস দুরাবস্থায় ছিলাম শীতের শুরু থেকে আমগো ডিসি স্যারের দেয়া  কম্বল শীতের প্রকোপ থেকে আত্মরক্ষা হবে। স্যারের প্রতি কৃতজ্ঞতা রইলো।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam