এবারের বিজয় দিবসে স্বাধীনতার ৫০তম বছরে পদার্পণ করতে যাচ্ছে বাংলাদেশ। এ উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ধ্যা সাড়ে সাতটায় ভাষণটি প্রচারিত হবে বিটিভিসহ দেশের বেসরকারি সব টেলিভিশনে। এর আগে দেশবাসীকে টেলিবার্তায় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ৪৫ সেকেন্ডের ঐ শুভেচ্ছা বার্তাটি দেশের সকল মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে সকল গ্রাহককে পর্যায়ক্রমে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, চলমান করোনা মহামারিতে এবারের বিজয় দিবস পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে দেশবাসীকে উদযাপনের আহ্বান জানিয়েছের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। স্বাস্থ্যবিধির সতর্কতা রক্ষা করে এবারের বিজয় দিবস উদযাপনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।