ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রুহুল আমিন রিজভী আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মামলার
তদন্ত কর্মকর্তা এস. আই হযরত
আলীর
আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
এ.এস. এম তারেক
শামস রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল সোমবার দুপুরে ৩দিন জিজ্ঞাসাবাদ শেষে রিজভীকে আদালতে সোপর্দ করে পুনরায় ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঝালকাঠি থানার এস.আই মো. হযরত আলী। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এইচ. এম ইমরানুর রহমান মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রিমান্ড শুনানীর দিন ধার্য্য করে রিজভীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।