রাজাপুর থেকে অপহৃত ছাত্রী ৫ মাস পর রাজধানীর মেরাদিয়া এলাকা থেকে উদ্ধার হয়েছে। অপহরণ মামলার প্রধান আসামি বাবু খানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
বাবু খান রাজাপুর উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের মো. আলী আজিম খান ওরফে আলী খানের ছেলে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অবশেষে অপহৃতকে বুধবার ঢাকা থেকে উদ্ধার করা হয়। আসামি বাবু খানকে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়েছে।
এরআগে গতকাল বুধবার রাতে ঢাকার খিলগাঁও থানার মেরাদিয়া (পোড়াবাড়ী) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় জানায় রাজাপুর থানা পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, রাজাপুর উপজেলা সদরের বাবার ভাড়া বাসা থেকে ফুপুর বাসায় যাওয়ার সময় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড় থেকে গত ২২ জুলাই সকালে ১৫ বছর বয়সী ওই ছাত্রী অপহরণের শিকার হন। অপহরণের ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে বাবু খান ও তার সহযোগীসহ ৩ জনকে আসামি করে ৩ জুলাই মামলা দায়ের করেন। ওই মামলার ২নং আসামি গ্রেফতার হলেও বাকিরা পলাতক আছে।
