৪র্থ বর্ষপুর্তি উদযাপন করছে ঝালকাঠিতে করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা স্থানীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা’।
আলোকিত যুব সমাজ, আলোকিত জাতি চাই এই শ্লোগানে বুধবার দিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে সংগঠনটির ৪র্থ বর্ষপুর্তি উদযাপন করে সংগঠনটির সদস্যরা। পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, গুনি সম্মাননা প্রদান, ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন এবং বিনামুল্যে মাক্স বিতরণ করা হয়।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি র মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি উদ্বোধন ঘোষনা করেন উদ্ধোধক মুঃ আল আমিন বাকলাই।অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপ পরিচালক আবদুর রশিদ খান।
অনুষ্ঠানের
২য় ধাপে সন্ধ্যা ৬
ঘটিকায় ঝালকাঠি বাসষ্টান্ড সংলগ্ন সংগঠনঠির কার্যালয়
চত্ত্বরে আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্য দেন পৌর মেয়র
লিয়াকত আলী তালুকদার।
স্বপ্নপূরণের সভাপতি রিয়াজ খান অশ্রুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এম.এ মালেক, পৌর কাউন্সিলর তরুন কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার, সমাজ সেবক আমিনুল ইসলাম লিটন তালুকদার এবং জানে আলম জনি।
বর্ষপুর্তি উদযাপন অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সৈয়দ আলী হাসান ও শান্তা ইসলাম।
আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের সম্মাননা ক্রেষ্ট তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
