Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ঝালকাঠি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক’র জন্মদিন আজ

মঙ্গলবার, জানুয়ারি ০৫, ২০২১

/ by DNN24LIVE


১৪ দলের সম্বয়ক মুখপাত্র সাবেক মন্ত্রী সংগ্রামী জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের প্রিয় শিষ্য স্নেহধন্য পুত্রসম আস্থা বিশ্বস্ত ঝালকাঠি জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির (ভাইজানের) শুভ জন্মদিন আজ

ঝালকাঠিবাসীর গর্ব প্রিয়ভাইজান” নামে পরিচিত জেলা আ’লীগের দূর্দিনের কাণ্ডারি খান সাইফুল্লাহ পনির (ভাইজানের) এই শুভ ক্ষনে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে শুভেচ্ছা জানিয়েছেন।

খান সাইফুল্লাহ পনির ১৯৬২ সালের ৫ই জানুয়ারি ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের সারেঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মৃতঃ বদর উদ্দিন খান এবং মাতা মাহফুজা বেগম পনির বৈবাহিক জীবনে দুই সন্তানের জনক তার সহধর্মীনী কিশোয়ারা সুলতানা।

ছাত্রজীবনে

তিনি ১৯৮৫ সালে বরিশাল জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।১৯৮৭ সালে বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে বিএম কলেজের ভিপি নির্বাচন করেন যা পরে স্থাগিত হয়।এর পরে ১৯৮৮ কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য, যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য নির্বাচিতর পরে প্রথবারের মতো ঝালকাঠি জেলা অওয়ামীলীগের প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ২০০৪ সালে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়। পরপর তিনি তিরবার ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।  

শিক্ষা জীবনে তিনি বরিশাল বিএম কলেজ থেকে বিএ এবং বরিশাল আইন মহাবিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন

তার আগামীদিনগুলো সুন্দর আনন্দময় হয় কামনায় শুভ জন্মদিন উপলক্ষে সন্ধ্যা ৬টায় স্থানীয় টাউনহলস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজনের কথা রয়েছে

Bangladesh Awami League Jhalakati District ফেজবুক পেইজ থেকে দেয়া পোষ্টে জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির (ভাইজানের) শুভ জন্মদিন অনুষ্ঠানে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের আমন্ত্রণ জানানো হয়

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam