করোনার সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলেও বই সংগ্রহের জন্য ফের শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়েছে স্কুলগুলো। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে নতুন বই তুলে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।
তারই ধারাবাহিকতায় ঝালকাঠি সদর উপজেলার ৪৯নং কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পহেলা জানুয়ারি সকাল থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপিসহ অন্যান্য শিক্ষকগণ।
