আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রথম বঙ্গবন্ধু প্রায় ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করে ছিলেন। আওয়ামী লীগের বাইরে যারা ক্ষমতায় ছিল তারা শিক্ষা নিয়ে কোন কাজ করেনি। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের ক্ষমতায় এসে যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করে।“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”এ স্লোগান নিয়ে পহেলা জানুয়ারী শুক্রবার সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বই উৎসবের ভিডিও কনফারেন্সে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু (এমপি) এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারই ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিয়েছে। এর ধারাবাহিকতায় জেলায় প্রথম পর্বে ৫৮৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৭০হাজার ৮শ শিক্ষার্থীকে মোট ৩ লাখ ৪০ হাজার কপি বই বিনামূল্যে বিতরন করা হচ্ছে। যাতে শিক্ষার্থীরা বছরের শুরুতেই লেখা পড়ায় মনোযোগী হয়। গ্রামের স্কুলগুলোতে শিক্ষার্থীরা যাতে আনন্দের সাথে লেখা পড়া করতে পারে সেজন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করেছে সরকার।
অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান সভাপতিত্ব করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, প্রথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন ।
