শৈশবের দুরন্তপনায় জড়িয়ে গ্রামের কাঁচা রাস্তায় দল বেঁধে হই হই করে বেয়ারিং গাড়ি চালিয়ে বেড়ানোর সেই দৃশ্য এখন আর চোখে পরেনা।দিনের বেলা নারিকেল ড্যাগা অথবা খেজুর কিংবা তালের ডেউগ্যা আবার অনেকে কাঠ এবং রিক্সার বিয়ারিং দিয়ে বানানো ঠেলাগাড়িতে চড়ে সকাল বিকাল কাটতো গ্রামের শিশুদের।
গ্রামীণ রাস্তায় বিকেলে তাদের বানানো এই সব কৃত্তিম ঠেলাগাড়ির মহোড়ার দৃশ্য দেখা যেত প্রতিনিয়ত। বর্তমানে গ্রামীণ জীবনেও ছোঁয়া লেগেছে শহরের আধুনিকতার। এইসব নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের ১ম পর্ব আসছে….