Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

রাজাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শুক্রবার, আগস্ট ২৭, ২০২১

/ by DNN24LIVE

 


রাজাপুরে পানিতে ডুবে মো. লাবিব মহারাজ নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার শুক্তাগড় গ্রামে লাবিবের নানা বাড়িতে এ ঘটনা ঘটে।

লাবিব মহারাজ পার্শ্ববর্তী কাউখালী উপজেলার দক্ষিন বাজার কাঠপট্টির এলাকার মো. আবু সুফিয়ান রাজুর ছেলে।

নিহত লাবিবের নানী মোরশেদা বেগম জানান, লাবিবের বাবা-মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদের পর থেকেই লাবিব মহারাজ তার কাছে থাকতেন। লাবিবের মা চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকুরি করেন। ঘটনার দিন শুক্রবার দুপুরে লাবিব খেলাধুলা করছিল। হঠাৎ তাকে না পেয়ে খোঁজাখুজির পরে বাড়ির পিছনে ডোবা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাবিবকে মৃত ঘোষনা করে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পরিবারের কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam