Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বরিশালে ১০০ অক্সিজেন সিলিন্ডার উধাও

রবিবার, আগস্ট ২২, ২০২১

/ by DNN24LIVE

 


ওয়ার্ড মাস্টারদের মাধ্যমে এসব অক্সিজেন সিলিন্ডার ও হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সরবরাহ করা হয়েছিল বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ওয়ার্ড থেকে প্রায় ১০০ অক্সিজেন সিলিন্ডার ও প্রায় ১০০ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা উধাও হয়ে গেছে। এ ঘটনা তদন্তের জন্য ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২১ আগস্ট) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতদিন বিষয়টি গোপন থাকলেও তদন্ত কমিটির মাধ্যমে তা প্রকাশ পায়।

হাসপাতালের স্টোর সূত্র জানায়, কোনো ওয়ার্ডে কতটি অক্সিজেন সিলিন্ডার ও হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে তার একটি তালিকা আছে। তালিকা অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডে খোঁজ নিয়ে দেখা যায় ১০০টি সিলিন্ডার ও ১০০টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা নেই। করোনাভাইরাস ওয়ার্ড মাস্টারদের মাধ্যমে এসব অক্সিজেন সিলিন্ডার ও হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সরবরাহ করা হয়েছিল। এক সপ্তাহ খুঁজেও সেগুলো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এগুলো চুরি হয়েছে। বিষয়টি পরিচালককে জানানো হলে তিনি একটি তদন্ত কমিটি গঠন করে দেন।

চিকিৎসক ডা. মাহামুদ হাসানকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার ও ওয়ার্ড মাস্টার দুই জন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সংগঠনের সভাপতি ও সম্পাদক।

ঘটনার সত্যতা স্বীকার করে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, “অক্সিজেন সিলিন্ডার এবং হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা পাওয়া যাচ্ছে না। এ জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam