Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ভাঙ্গনে বিলীন সাইক্লোন সেল্টার ও মসজিদ

শুক্রবার, আগস্ট ২৭, ২০২১

/ by DNN24LIVE


ঝালকাঠির বিষখালী নদীর আকস্মিক ভাঙ্গনের সদর উপজেলার দেউরী সাইক্লোন সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণী কক্ষ একটি মসজিদটি বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের নীচে চাপা পরে স্থানীয় আফছার মেমোরিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র নেয়ামতুল্লা নিখোঁজ এবং অপর একজন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধারে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলের উদ্দেশ্য রওয়ানা দিয়েছে বলে জানিয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কতৃপক্ষ।

স্থানীয়রা জানায়, নির্মানের সময়ই ঝুঁকিপূর্নভাবে বিষখালির ভাঙনের মুখে ছিল ভবনটি। স্থানীয়দের প্রবল আপত্তির মুখেও নদী লাগেয়া এই ভবন নির্মান করা হয়। পানি উন্নয়ন বোর্ড নদী শাসনের কথা বললেও দীর্ঘদিনেও তা করা হয়নি। ধীরেধীরে বেজমেন্টে মাটি সরে যাওয়ায় এটির অর্ধেকটা বিলীন হয়ে গেছে বাকি অংশ এখন শুধু মাত্র পিলারের উপর দাঁড়িয়ে আছে। অংশটুকু যে কোন মুহুর্তে নদী গর্ভে বিলীন হয়ে যাবার আশঙ্কা রয়েছে। এতে বিদ্যালয়টির প্রায় তিন শত শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পরবে, অন্যদিকে, ঝড়-বন্যায় পোনাবালিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষের আশ্রয়ের কোন স্থান থাকবেনা।

ব্যপারে ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমানের সরকারী নম্বরে (০১৩২০১৫৪১৭১) কল  করা হলেও তিনি  মুঠোফোনে রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।


Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam