বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি চেয়ে ছিলেন বঙ্গবন্ধু। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দেশকে একটি মর্যাদাশীল জাতিতে পরিণত করেছেন তিনি। বর্তমান সরকারের এই কর্মকান্ডকে সহযোগিত করে সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, করোনার মৃত্যু থেকে রক্ষায় দেশব্যাপী
তৃণমূল স্তর থেকে টিকাদান কর্মসূচির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এমপি আমির হোসেন আমু শনিবার সকাল ৯টায় কোভিট-১৯ প্রতিশোধক টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে একথা বলেছেন।
