Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ঝালকাঠিতে চুরির হিরিক, আতংকে শহরবাসী

বুধবার, সেপ্টেম্বর ০১, ২০২১

/ by DNN24LIVE

 


চুরি আতংকে শহরবাসী, সি সি ক্যামেরা ধরাপরা ফুটেজ দেখে সংঙ্কিত ঝালকাঠি শহরে বসবাসরত সাধারণ মানুষ। কয়েক দিন যেতে না যেতেই শোনা যায় এসব চুরির ঘটনা। আর এসব ঘটনা ঘটছে দিনে কিংবা সন্ধায়। এর আগে শহরের বাইরে হরহামেশা চুরির ঘটনা ঘটলেও এবার ঝালকাঠি সদর থানা এলাকার মধ্যে ডিপুর খেয়া ঘাট থেকে পিক আপ গাড়ীর ৪ টি ব্যাটারী চুরি করে নিয়েছে চোরেরা।

গতরাতে শহরের ডিপুর খেয়া ঘাট (শহীদ স্মরনী রোড) থেকে এক ব্যাবসা প্রতিষ্ঠানের পিক আপ গাড়ী থেকে ৪টি ব্যাটারী চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

গাড়ীর মালিক উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃসুমন তালুকদার বলেন, ব্যবসা সফলতা ও পরিধি বৃদ্ধি পাওয়ায় ঈর্ষান্বিত হয়ে চোর চক্র আমার ক্ষতি সাধন করার ব্যর্থ চেষ্টা করছে। সিসি ক্যামেরার ফুটেজে যে চোরদের দেখা যাচ্ছে তাদের গ্রেফতার করা সম্ভব হলে চোর চক্রের মুখোশ খুলে যাবে। প্রশাসনের কাছে চোরদের গ্রেফতারসহ চোরাই মালামাল অতিসত্বর উদ্ধারের দাবী জানান এ ভুক্তভুগী।

উল্লেখ্য যে ইতিপুর্বে বেশ কয়েকটি চুরি হওয়ার ঘটনায় পুলিশ সফলতার সহিত চোর গ্রেফতার সহ চোরাই মালামাল উদ্ধার করেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam