নদীর ময়লা ও গভীর পানিতে মনোজ-তিশার এই ভয়ংকর ভিডিওটির খানিক অংশ প্রকাশ করলেন নির্মাতা সঞ্জয়। বললেন, ‘এই ঝুঁকি, পরিশ্রম, ডেডিকেশনকে রেসপেক্ট করি। এভাবে নদী অথবা স্রোতে লাফ দেওয়াটা সত্যিই সাহসের বিষয়। এই দৃশ্যটির জন্য আমি ডামি আর্টিস্ট রেডি রেখেছিলাম। কিন্তু পাত্রপাত্রী বললো, আমরাই ঝুঁকিটা নেবো। নিয়েছেন এবং দেখিয়ে দিলেন তাদের অভিনয় ডেডিকেশন।’
কিন্তু লঞ্চ থেকে নদীতে কেন ঝাঁপ দিলেন দু’জনে? নাকি একে অপরকে বাঁচাতে…। জবাবে সঞ্জয় বাংলা ট্রিবিউনকে জানান, ‘সেটি আসলে এখনই বলতে চাই না। কারণ, এই দৃশ্যের মধ্যে একটা বড় বাঁক রয়েছে গল্পের। দৃশ্যটির শুটিং হয়েছে আজ (রবিবার) ভোরে। আমরা রোজ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শুটিং করছি আর দিনভর ঘুমাচ্ছি। আশা করছি ভিন্ন কিছু হবে।’
গত ১ সেপ্টেম্বর থেকে সঞ্জয় সমদ্দার শুরু করেছেন মনোজ-তিশাকে নিয়ে ওয়েব ফিল্ম ‘লোহার তরী’। ঢাকা থেকে বরিশাল রুটের একটি লঞ্চে একরাতে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে এটি।
ছবিটি অক্টোবরে মুক্তি পাচ্ছে আই-থিয়েটারে।’
The post লঞ্চ থেকে ঝাঁপিয়ে নদীতে পড়লেন ২ অভিনেতা-অভিনেত্রী first appeared on Barishal Times | বরিশালটাইমস.
from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/2WW6BmE
