Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

লঞ্চ থেকে ঝাঁপিয়ে নদীতে পড়লেন ২ অভিনেতা-অভিনেত্রী

রবিবার, সেপ্টেম্বর ০৫, ২০২১

/ by DNN24LIVE

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশাল শহর লাগোয়া কীর্তনখোলা নদীতে চলছে ঢাকা-বরিশাল রুটের দৈত্যাকৃতির লঞ্চ। নিচে থৈ-থৈ করছে ময়লা পানি। তাতেই হাবুডুবু খাচ্ছিলেন এই প্রজন্মের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক ও তানজিন তিশা! নদী অথবা লঞ্চকেন্দ্রিক এমন দৃশ্য বাস্তবে হয়তো অনেক দেখা যায়, কিন্তু অভিনয়ের জন্য বিষয়টি প্রায় অস্বাভাবিক। যেমনটা বিস্ময়ভরা চোখে দেখলো রোববার (৫ সেপ্টেম্বর) বরিশাল সদরের কীর্তনখোলা ঘাটের আগন্তক মানুষ। বিস্মিত হলেন শুটিং ইউনিট প্রধান সঞ্জয় সমদ্দারও।

কিন্তু লঞ্চ থেকে নদীতে কেন ঝাঁপ দিলেন দু’জনে? নাকি একে অপরকে বাঁচাতে…। জবাবে সঞ্জয় বাংলা ট্রিবিউনকে জানান, ‘সেটি আসলে এখনই বলতে চাই না। কারণ, এই দৃশ্যের মধ্যে একটা বড় বাঁক রয়েছে গল্পের। দৃশ্যটির শুটিং হয়েছে আজ (রবিবার) ভোরে। আমরা রোজ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শুটিং করছি আর দিনভর ঘুমাচ্ছি। আশা করছি ভিন্ন কিছু হবে।’

গত ১ সেপ্টেম্বর থেকে সঞ্জয় সমদ্দার শুরু করেছেন মনোজ-তিশাকে নিয়ে ওয়েব ফিল্ম ‘লোহার তরী’। ঢাকা থেকে বরিশাল রুটের একটি লঞ্চে একরাতে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে এটি।

ছবিটি অক্টোবরে মুক্তি পাচ্ছে আই-থিয়েটারে।’

The post লঞ্চ থেকে ঝাঁপিয়ে নদীতে পড়লেন ২ অভিনেতা-অভিনেত্রী first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/2WW6BmE
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam