নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল জেনারেল হাসপাতাল এবং বরিশাল পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (০৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা অভিযান চলাকালে তিনটি প্রতিষ্ঠান থেকে ১৪ দালালকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের মধ্যে ১২ জনকে ১ মাস করে কারাদণ্ড ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর। এছাড়া একজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে র্যাব।
অভিযানে অংশ নেওয়া র্যাব-৮’র কর্মকর্তা কমান্ডার মেজর জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারি প্রতিষ্ঠানে জনগণকে নির্ভেজাল সেবা পাইয়ে দেওয়ার জন্য র্যাবের দালালবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।’
The post বরিশাল র্যাবের দালালবিরোধী অভিযান, প্রথম দিনে আটক ১৪ first appeared on Barishal Times | বরিশালটাইমস.
from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/38FyyRU
