ঝালকাঠিতে
র্যাবের অভিযানে পাসর্পোট অফিস ও ঝালকাঠি সদর হাসপাতালের ৬ দালালকে জরিমানা করেছে
ভ্র্যম্যমান আদালত।
গতকাল
দুপুরে র্যাবের ভ্র্যাম্যমান টিম নিয়ে ঝালকাঠি পাসর্পোট অফিসে অভিযান চালিয়ে ২ দালালকে
আটক করে ১ হাজার টাকা জরিমানা করে। পৃথক ভাবে সদর হাসপাতালে অভিযান চালিয়ে স্থানীয়
ক্লিনিকের ৪ দালালকে আটক করে প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন। তারা শহরের
বিভিন্ন ক্লিনিকের নিয়োগকৃত দালাল বলে অভিযোগ রয়েছে।
