পলাশ দত্ত, আগৈলঝাড়া >> বরিশালের আগৈলঝাড়ায় ঔষধের দোনে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে মাসুম বেপারী নামের এক যুবক। স্থানীয়রা ওই যুবককে পুলিশে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায় বুধবার সকালে উপজেলার গৈলা বাজারে তনিমা মেডিসিন হাউজে ঔষধ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয় গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের মৃত হুমায়ুন বেপারীর ছেলে ৩ সন্তানের জনক মাসুম বেপারীকে (৩০)।
তনিমা মেডিসিন হাউজের মালিক কুদ্দুস সরদার জানান, গত একসপ্তাহ আগে ওই ব্যক্তি তার দোকান থেকে দিনে দুপুরে প্রায় ৭০ হাজার টাকার ঔষধ চুরি করে নিয়ে যায়। পরে দোকানে থাকা সিসিটিভির ফুটেজ দেখে সনাক্ত হলেও তাকে খুজে বের করা যায়নি। ওই ব্যক্তি আবার দোকানে এসে ঔষধ নিতে চাইলে তাকে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করা হলে সে দোকান থেকে বের হয়ে দৌড়ে পারঅনোর সময়ে বাজারের লোকজন তাকে হাতে নাতে আটক করে থানায় খবর দিলে পুলিশ মাসুমকে থানায় নিয়ে যায়।
থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আটক চোরের বিরুদ্ধে কোন ব্যবসায়ী মামলা দায়ের না করায় তাকে ৫৫ ধারায় বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।’
The post আগৈলঝাড়ায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ১ first appeared on Barishal Times | বরিশালটাইমস.
from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3kcHODR
