বরিশালে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফসহ বিভিন্ন দাবিতে ছাত্রফ্রন্টের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশালে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ এবং সকল শিক্ষার্থীকে টিকা দানসহ শিক্ষার অধিকারের দাবিতে বরিশালে সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখা বুধবার সকাল ১১টার দিকে কর্মসূচির আয়োজন করে।
নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, মহানগর ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রফ্রন্টের সংগঠক অদিতি ইসলাম, নগরীর ১৭ নম্বর ওয়ার্ড সভাপতি লামিয়া সাইমন এবং ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শাবন্তি দাস।
বক্তারা করোনাকালে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ এবং সকল শিক্ষার্থীকে টিকা দানসহ শিক্ষার অধিকার বাস্তবায়নের দাবি জানান। সমাবেশ শেষে একই দাবিতে সদর রোড থেকে বের হওয়া একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
The post বরিশালে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফসহ বিভিন্ন দাবিতে ছাত্রফ্রন্টের সমাবেশ first appeared on Barishal Times | বরিশালটাইমস.
from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3nB8XSI
