বরিশালে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> সুনামগঞ্জের শাল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ঝুমন দাসের মুক্তির দাবিতে বরিশালে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে প্রতিবাদী সাংস্কৃতির পাশাপাশি ফাঁকে ফাঁকে বক্তব্য রাখেন প্রবীন আইনজীবী অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, জেলা উদীচীর সাধারন সম্পাদক স্নেহাংশু বিশ্বাস, বিশ্বনাথ দাস মুন্সি, কাজী এনায়েত হোসেন শিবলুু ও শুভঙ্কর চক্রবর্তী প্রমুখ।
বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ঝুমন দাসের মুক্তির দাবিসহ সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধের দাবি জানান।
The post বরিশালে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ first appeared on Barishal Times | বরিশালটাইমস.
from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3yQMrqX
