বরিশালে হরিণের মাংস ও চামড়াসহ গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রাম থেকে হরিণের ৩৭ কেজি মাংস এবং ৬টি হরিণের চামড়াসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত ১১টার দিকে ওই গ্রামে ‘আলো শিখা সমাজ উন্নয়ন সংস্থা’র তৃতীয় তলা থেকে ওই মাংস ও চামড়া উদ্ধার করে পুলিশ।
তারা হলেন- স্থানীয় বাসিন্দা স্যামুয়েল হালদারের ছেলে ও ওই সংস্থার নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার, নবগ্রামের বাসিন্দা অজিত সরকারের ছেলে বিপ্লব সরকার, আহুত বাটরার বাসিন্দা রায় চন্দ্র হাওলাদারের ছেলে সুনীল চন্দ্র এবং রাজিহারের বাসিন্দা চৈতন্য সরকারের ছেলে খোকন সরকার।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বলেন, আটককৃতরা এনজিও’র তিনতলা ভবনের তৃতীয় তলায় গোপনে হরিণ জবাই করে তার মাংস বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে ওই ৪ ব্যক্তিকে গ্রেফতার এবং হরিণের মাংস ও চামড়া উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, ওই ভবন সংলগ্ন বাড়িতে মৃদুল হালদারের একটি হরিণের অনুমোদিত খামার রয়েছে। খামারের হরিণ জবাইয়ের অনুমতি নেয়ার বিধান থাকলেও মৃদুল কোনো ধরনের অনুমতি না নিয়ে গোপনে হরিণ জবাই করে তার মাংস বিক্রি করছিল। এ কারণে তাকে সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post বরিশালে হরিণের মাংস ও চামড়াসহ গ্রেপ্তার ৪ first appeared on Barishal Times | বরিশালটাইমস.
from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3BVFSpf
