Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ফেজবুকে পোষ্ট দিয়ে ক্ষমা চাইলেন দুলাল সাহা

শনিবার, অক্টোবর ২৩, ২০২১

/ by DNN24LIVE

সম্প্রীতি সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে উসকানিমূলক পোষ্ট দিয়ে তোপের মুখে জাতীর কাছে ক্ষমা চাইলেন ঝালকাঠি জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দুলাল সাহা।

শনিবার (২৩ অক্টবর) সকালে তার Dulal Saha নামে ফেজবুক আইডি থেকে ওই পোষ্ট দেয়। ওই পোস্ট দেয়ার পরপরই জেলা শহরে সাধারণ মানুষের মাঝে উত্তেজনা বাড়তে থাকে। বিভিন্ন সামাজিক লোকজন তাদের ফেজবুক পোস্টের মাধ্যমে ওই উত্তেজনামূলক পোস্টের প্রতিবাদ জানায়। এখানে দেখুন?

ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে তার এমন পোষ্টে জেলার সুশীল সমাজ প্রতিবাদ জানালে বেশ কিছুখন পর তোপের মুখে পেস্টটি ডিলেট করে জাতীর কাছে ক্ষমা চেয়ে আরেকটি পেস্ট দেয় তাতে বলা হয় “আমার কোন স্ট্যাটার্স যদি কোন সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লেগে থাকে, এটা অনিচ্ছাকৃত ভাবে হয়েছে, অসাবধানবশত হয়েছে, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। দুঃখ প্রকাশ করছি

এর আগে Dulal Saha নামের ওই আইডি থেকে গত মঙ্গলবার (১৯ অক্টবর) সর্তক বার্তাঃ এই শিরোনামে তার অরো একটি পোস্ট নিয়েও সাধারনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পোস্টটি সরাসরি দেখুন।

সম্প্রতি Dulal Saha নামে ফেসবুকে ক্রন্দনরত যে পোস্টটি দেয়া হয়েছিলো অনিচ্ছাকৃত ভাবে হয়েছে বলে ক্ষমাচেয়ে ওই আইডি থেকে পররর্তীতে আরেকটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে।


সিদ্ধান্ত

ত্রুটি-বিচ্যুতি অনিচ্ছাকৃত ভুল যা একমাত্র মানব সমাজের মধ্যে নিহিত তা না হলে আমরা সকলেই আধ্যাত্মিক কোন সাধক হতাম তাই গুজব ছড়িয়ে দেশের ভাবমূর্তি নষ্ট না করে সর্বপরি সম্প্রীতির বন্ধনে সকলে বিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী হয়ে উঠি।

সুত্র: বাংলানিউজরির্পোট/ফ্রিডমবাংলানিউজ

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam