সাম্প্রদায়িক
সহিংসতার প্রতিবাদে ঝালকাঠি জেলা শহরে গণ–অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে সনাতন
ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বানে
ও আয়োজনে সারা দেশে গণ–অনশন, গণ–অবস্থান
চলছে।
পুজা উদয্পান পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের আহবানে
ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সকাল ৯টা থেকে গন অবস্থান ও গন অনশন বিক্ষোভ মিছিল করে
হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঝালকাঠি জেলা শাখা।
এসময়
উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ
পনির, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু
তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক
মোঃ ছবির হোসেন প্রমুখ।
বক্তারা
সারাদেশে সাম্প্রদায়িক হামলা বন্ধ করার আহবান জানান। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের
গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান বক্তারা।