Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বেগম জিয়া মুখ খুলবেন: আতঙ্কে নেতারা

সোমবার, অক্টোবর ০৪, ২০২১

/ by DNN24LIVE

 


বিএনপি যখন নতুন করে আন্দোলন শুরু করার প্রক্রিয়া শুরু করেছে ঠিক সেই সময় বেগম খালেদা জিয়ার মুখ খোলার গুঞ্জন শুরু হয়েছে। নিয়ে বিএনপির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুটি দুর্নীতির মামলা দণ্ডিত হয়ে বেগম খালেদা জিয়ার ১৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। এই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার পরিবারের অনুরোধে সরকারের অনুকূল্যে বেগম খালেদা জিয়া দফায় বছরের জামিনে আছেন। আর এই জামিন বাতিল করার জন্যই বিএনপির একটি মহল ষড়যন্ত্র করছে বলে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন। আর কারণেই বেগম খালেদা জিয়া বিএনপি নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গিয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে পারেন, এমন গুজব ছড়িয়ে পড়েছে বিএনপিতে।

বিএনপির একজন নেতা বলছেন যে, সরকারের ভেতর থেকে এক ধরনের চাপ সৃষ্টির চেষ্টা চলছে যাতে বেগম খালেদা জিয়া বিএনপি নেতাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন। বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা বলছেন যে, সরকারের সাথে একটি সমঝোতার ভিত্তিতেই সরকার দয়াপরবশ হয়ে বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছেন। অথচ বিএনপির কিছু নেতা এমনভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে যাতে শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার জামিন বাতিল হয়ে যায়। কারণ ফৌজদারি কার্যবিধি ৪২১ ধারা অনুযায়ী বেগম খালেদা জিয়ার জামিন দিয়েছেন সরকার। এই জামিন সরকার চাইলে যেকোনো সময় বাতিল করতে পারে। আর এই জামিন পাওয়ার পর থেকেই বেগম খালেদা জিয়া এক ধরনের নীরবতা অবলম্বন করছেন। অনেকেই মনে করছেন যে, বেগম খালেদা জিয়া এখন যে অবস্থায় আছেন সে অবস্থায় তিনি সন্তুষ্ট এবং সরকারের সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতে বেগম খালেদা জিয়া মুক্ত আছেন। বেগম খালেদা জিয়ার প্রথম দফা জামিনের আগে তার ছোটভাই শামীম এস্কান্দার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করছেন। কারণেই বেগম জিয়ার পরিবারের সদস্যরা এই অবস্থায় বিএনপি যেন বড় ধরনের কোন আন্দোলনের কর্মসূচি না হয় সে ব্যাপারে বিএনপির উপর চাপ সৃষ্টি করছে। নিয়ে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের কয়েক দফা কথা হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

বিশেষ করে শামীম এস্কান্দার লন্ডনে তারেক জিয়ার সাথে কথা বলেছেন এবং এখনই বড় ধরনের আন্দোলন করে বেগম খালেদা জিয়ার মুক্তি জীবনকে বিপদগ্রস্ত না করার জন্য শামীম এস্কান্দার অনুরোধ জানিয়েছেন বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে। আর এরপরও যদি বিএনপি সরকারের বিরুদ্ধে ধরনের উস্কানিমূলক আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া অবস্থান নিতে পারেন বলেও বিভিন্ন সূত্র আভাস পাওয়া গেছে। এখনো আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন এবং তার যে জামিনের শর্ত সেই শর্তে তার বক্তব্য রাখার উপর কোন বিধি-নিষেধ নাই। এখন বেগম জিয়া যদিও তার জামিন রক্ষার জন্য সরকারের পক্ষে অবস্থান নিয়ে গণমাধ্যমে বিবৃতি দেন তাহলে সেটিই বিশ্বাসযোগ্য হবে। কারণ, বেগম খালেদা জিয়ার ইমেজ এবং জনপ্রিয়তা বিএনপির যেকোনো নেতার চেয়ে অনেক বেশি। এমনকি তারেক জিয়ার চেয়ে বহুগুণ বেশি। এই প্রেক্ষাপটে বিএনপি এখন আতঙ্কে আছেন। বিএনপির কোন কোন নেতা মনে করছেন, সরকার হয়তো খালেদা জিয়াকে তাদের ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করতে পারে এবং খালেদা জিয়াকে দিয়ে সরকারের পক্ষে বক্তব্য বিবৃতি আদায় করে নিতে পারেন। কারণ বেগম খালেদা জিয়া এখন এমন অবস্থায় আছেন যে জামিনে থাকার জন্য তিনি সব কিছু করতেই প্রস্তুত।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam