পটুয়াখালীর কুয়াকাটা মহাসড়কের পাশে করমজাতলা এলাকায় পায়রা অয়েলস লিমিটেডের মালিক আলতাফ খানকে (৪৫) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার
সকালে র্যাব ও ভোক্তা অধিকারের
যৌথ অভিযানে এ জরিমানা করা
হয়।
জানা
যায়, পায়রা অয়েলস লিমিটেডে মাপের থেকে তেল কম
দেওয়া হয়। এমন অভিযোগের
ভিত্তিতে র্যাব ও ভোক্তা অধিকার
যৌথভাবে অভিযান চালায়। এ সময় ওই
পাম্পের মালিক আলতাফ খানকে এক লাখ টাকা
জরিমানা করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের
কোম্পানি কমান্ডার লে. কমান্ডার শহিদুল
ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান
পরিচালনাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া ভোক্তা অধিকার
সংরক্ষণ আইন-২০০৯ এর
৪৫ / ৪৮ ধারা মোতাবেক
অর্থদণ্ড প্রদান করেন।