Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

সম্প্রীতির এক অনবদ্য দিন আজ

বুধবার, অক্টোবর ২০, ২০২১

/ by DNN24LIVE

 


বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষ মিলে মিশে ধর্মীয় উৎসব ‍পালন করে। বাংলাদেশে ঈদ, পূজা, অন্যান্য ধর্মীয় উৎসব পালিত হয় সম্প্রীতির এক অপূর্ব নিদর্শনের মাধ্যমে। কিন্তু মাঝে মাঝেই সাম্প্রদায়িক শক্তি এই সম্প্রীতির বন্ধনকে নষ্ট করার চেষ্টা করে। তারা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চায়। কিন্তু এ রাষ্ট্র সবার। ধর্ম যার যাার, উৎসব সবার, এই নীতিতে বাংলাদেশ চলে।

আজকের দিনটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার এক অনবদ্য দিন। আজ ইসলাম ধর্মালম্বীদের জন্য পবিত্র ঈদে মিলাদুন্নবী। শেষ নবী ও রসূল হযরত মোহাম্মদ (সা:) এর জন্ম ও ওফাতের স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আওয়াল। বাংলাদেশে এ দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পরিচিত।

অন্যদিকে, হিন্দু ধর্মালম্বীদের জন্য আজ লক্ষ্মী পূজার দিন। বাঙ্গালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মী পূজা আজ বুধবার (২০ অক্টোবর)। দূর্গা উৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় এই পূজা। শাস্ত্র মতে, দেবী দূর্গার ধন সম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক। এ ছাড়া উন্নতি, আধ্যাত্মিক ও পার্থিব আলো ও জ্ঞান, সৌভাগ্য, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবীও তিনি। বিভিন্ন মন্দিরে লক্ষ্মী পূজা উদযাপিত হচ্ছে আজ।

এই দিনে আবার বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস সমাপনী প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দেশ জুড়ে বৌদ্ধ মন্দিরগুলোতে বৌদ্ধ পূজা, সঙ্গদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপ পূজা, ফানুস উড়ানোর মতো নানা আযোজনে পালন করা হচ্ছে। এটাই বাংলাদেশ। সকল মানুষের সম্মিলিত শক্তি এই দেশকে দিয়েছে অনন্যতা। 

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam