Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

তারাবুনিয়া মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ

বুধবার, অক্টোবর ২০, ২০২১

/ by DNN24LIVE

 

রাজাপুর উপজেলায় একটি মতুয়া মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার ভোরে উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের এই মন্দিরের মেঝেতে খড়কুটায় জ্বালানো আগুন দেখতে পান বলে জানান এর সেবক নিরঞ্জন মিস্ত্রী।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পূজা শেষে মতুয়া মন্দিরের পাশেই রাতে বাড়িতে ঘুমিয়ে পড়েন বাড়ির লোকজন। বুধবার ভোর ৬টার দিকে তারা মন্দিরের মেঝেতে আগুন জ্বলতে দেখে নিজেরা নিভিয়ে ফেলেন।

এতে মতুয়া মন্দিরের বড় ধরনের ক্ষতি হয়নি। খড়কুটোয় দেওয়া আগুনে মন্দিরের একটি খাটের কিছু অংশ পুড়ে গেছে। তবে ধর্মীয় কাজে ব্যবহৃত কয়েকটি বাদ্যযন্ত্র খোয়া গেছে।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “খড়-কুটায় দেওয়া আগুন অল্প সময়ের মধ্যেই নিভে যায়। মন্দিরের ভেতরে একটি খাটে সামন্য আগুন লাগে। মন্দিরে থাকা দেবতার ছবিসহ অন্য কোনো জিনিসপত্রের ক্ষতি হয়নি।

ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপালচন্দ্র কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “অল্পের জন্য মন্দিরটি আগুন থেকে রক্ষা পেলেও আমরা আতঙ্কিত।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam