গতকাল
(২৪ অক্টোবর) জন্মদিনের রাতে বিমানের সাজে
সাজিয়েছিলেন আরও একটি পাঁচতারকা
হোটেলের হল রুম। যেখানে
ছিল- বোর্ডিং পাস, আসন, অ্যাপায়নসহ
সবকিছু। বিমানবালার সাজে সিঁড়ি বেয়ে
নামেন পরী। শুধু সাজসজ্জাই
নয়, বিশেষ কায়দায় বানানো স্কার্টকে লুঙ্গিতে রূপান্তর করে নেচেছেনও। চিত্রনায়ক
শরিফুল রাজকে সঙ্গে নিয়ে নাচেন বেশ
কিছুক্ষণ। তার সঙ্গে সামিল
হয়েছিলেন পরীর কাছের কিছু
মানুষ।
হয়েছে
হই-হুল্লোড়ও। পরী যেন অনেকটাই
গত কয়েক মাস ধরে
আসা নানা চাপকে উড়িয়ে
দিলেন জন্মদিনের এ পার্টিতে।