ডিজিটাল আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে বাংলায় ও ইংরেজিতে তথ্য প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসক এর ঝালকাঠি এর ওয়েবসাইটে।
এতে বলা হয়েছে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ডিজিটাল আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম
বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠি জেলা হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্স ধারী গণের মধ্যে
যারা মন্ত্রণালয় হতে প্রাপ্ত ছক মোতাবেক তথ্যাদি এখনো দাখিল করেননি তাদেরকে জেলা প্রশাসক,
ঝালকাঠি এর ওয়েবসাইট হতে ছক সংগ্রহপূর্বক তথ্যাদি জরুরিভিত্তিতে আগামী ০৫ (পাঁচ) দিনের
মধ্যে হার্ড কপি এবং সফট্ কপি (এক্সেলশিটে ইউনিকোড বাংলা ফন্ট এবং ইংরেজিতে) পূরণ করে
জুডিসিয়াল মুন্সিখানায় দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, ডিজিটাল আর্মস লাইসেন্স ব্যতীত পরবর্তীতে কোনো লাইসেন্স
নবায়ন করা হবে না বলেও প্রচার করা হয় জেলা তথ্য অফিস ঝালকাঠি’র ওই ওয়েবসাইটে।