পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়নে ইলিশ আহরণে নিষিদ্ধ সময়ে মানবিক সহাযতা কর্মসূচির আওতায় ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার লালুয়া ইউনিয়ন পরিষদ থেকে চাল বিতরণ কার্যক্রম মনিটরিং করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শওকত হোসেন বিশ্বাস তপন বিশ্বাস।
এসময় আরো উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা মো: মনিরুজ্জামান খান, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন বিশ্বাসসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
লালুয়া ইউনিয়নের তালিকাবদ্ধ ২,৫৭৭জন জেলের প্রতিজনকে ২০ কেজি চাল বিতরণ করে, এ ইউনিয়নে মোট চাল বিতরণ হবে ৫১.৫৪০ মেট্রিকটন।
লালুয়া ইউপি চেয়ারম্যান মো: শওকত হোসেন তপন বিশ্বাস গনমাধ্যমকে বলেন, সাগরে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকায় এ সকল অসহায় জেলে পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।