আগামী ৩০ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে। গত বছরের ন্যায় এবারও দিনটি উদযাপন করবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এ লক্ষ্যে শনিবার সকাল ১১টায় প্রস্তুতি সভা করেছেন তাঁরা।
বিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)।
প্রস্তুতিমূলক সভায় কমিউনিটি পুলিশিং ডে আয়োজন অধিকতর সুন্দর, সাফল্যমন্ডিত ও ফলপ্রসূ করাতে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
প্রস্তুতিমূলক সভায় বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”, “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগান নিয়ে এবারের কর্মসূচি পালন করতে হবে।
এ কর্মসূচির মাধ্যমে জনগণের সেবা আরও নিশ্চিতের পাশাপাশি পুলিশিং কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে অপরাধমুক্ত একটি সমাজ গড়ার আহ্বান জানান তিনি। এছাড়াও দিবসটি উদযাপনে গৃহীত কর্মসূচির বিষয়ে নানা দিক নির্দেশনা প্রদান করেন বিএমপি কমিশনার।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো. রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (সদরদপ্তর) প্রলয় চিসিম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোহাম্মদ এনামুল হক,
উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মো. জুলফিকার আলী হায়দার, উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের, উপ-কমিশনার (ডিবি) মো. মনজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।